Technique Polytechnic Institute

Admission 24 x7
Helpline :+91 9830482096

Welcome to the Online Enrolment Portal of Technique Admission Test (TAT-2021)

INFORMATION BROCHURE

FOR THE ENTRANCE EXAMINATION (TAT-2021) FOR ADMISSION TO 3 YEARS DIPLOMA ENGINEERING COURSES IN TECHNIQUE POLYTECHNIC INSTITUTE FOR THE ACADEMIC SESSION 2021-2022 THROUGH MANAGEMENT QUOTA.


টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট (Approved by AICTE and affiliated to WBSCTVESD) –এ বর্তমানে কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয়| WBSCTVESD-এর নিয়ম মেনেই টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নত পরিকাঠামো   সকলের  দৃষ্টি আকর্ষণ করে| আধুনিক যুগের শিল্প চাহিদা মেনে এই পলিটেকনিকের পরিকাঠামো তৈরি | শুধু পড়াশোনার উন্নতি সাধন-ই নয়, পড়ুয়ারা যাতে  চাকরীর পরীক্ষার জন্য যোগ্য হয়ে ওঠে, সফল হয় বা উচ্চশিক্ষার জন্য ভর্তির পরীক্ষাগুলিতে সহজেই উত্তীর্ণ হতে পারে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা আছে | গর্বের বিষয় যে, গত ২০১৫ সালে রাজ্য-স্তরে সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স-এ এই কলেজের স্টুডেন্ট প্রথম স্থান অধিকার করেছে এবং ২০১৯ সালে সিভিল ও সার্ভে ইঞ্জিনিয়ারিং-এ রাজ্য-স্তরে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে | শুধু কথায় নয়, বাস্তবে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট মানেই বাড়তি আত্মবিশ্বাস ও বাড়তি মনোবল |


শিক্ষাগত যোগ্যতা :

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর অধীনে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ কিংবা ২০২১ সালে পরীক্ষা দিয়েছে এমন প্রার্থীরাই বৈধ | উক্ত প্রার্থীদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সামগ্রিকভাবে কমপক্ষে ৩৫ শতাংশ নম্বর (৩৪.৯৯% নম্বরকে ৩৫% হিসাবে ধরা হবে না)থাকা চাই অতিরিক্ত বিষয় ছাড়া, তৎসহ জেক্সপো-২০২১ –এর বৈধ র‍্যাঙ্ক থাকা বাঞ্ছনীয় অথবা অংক ভৌত বিজ্ঞানে/ বিজ্ঞানে মিলিত ভাবে ৪৫ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়|

 

বয়স সীমা :

প্রার্থীর জন্মতারিখ ০১.০৭.২০০৬ এর পরে হওয়া চলবে না | বয়সের ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা নেই |

 

সিলেবাস       

West Bengal Board of Secondary Education দ্বারা পরিচালিত দশম শ্রেণীর পাঠ্য অংক ভৌত বিজ্ঞানের সর্বশেষ সংশোধিত সিলেবাস জেক্সপো-২০২১ পরীক্ষায় অনুসৃত হবে |

আসন সংখ্যাসহ বিষয়বলীর বিবরণ: 


Courses OfferedJEXPO
TAT (Mgnt.)     
Total
Civil Engineering
682290
Mechanical Engineering
451560
Electrical Engineering
451560
Survey Engineering
230730
Electronics & Tele-Communication Engineering
451560
Computer Science & Technology
451560
Cyber Forensics & Information Security*
230730

Electrical Engineering

(Regional Language-Bengali)*

451560
 (*Proposed Course)


 

Tentative Dates For TAT -2021


Advertisement in website
27.03.2021
Date for availability of Online Application Form
From 30th  March, 2021
Last Date for Submission of Online Application Form
14.06.2021
Probable Date of availability of e-Admit Cards
28.06.2021 to 20.07.2021
Examination Date

Tentatively 24.07.2021 (Saturday)

11:00 AM- 01:00 PM 

Result to be Published in website & Campus Notice Board 
Tentatively 31st  July, 2021 (Saturday)(12:00 Noon) 
Counselling
Tentatively 04.08.2021 (Wednesday) 

 

                                                   

TAT2021 এর আবেদন পদ্ধতি

আবেদনকারীরা আমাদের ওয়েবসাইটে  সরাসরি বিনামূল্যে TAT-2021 এর ফর্ম ফিলাপ করতে পারবেন| 

আবেদনপত্র পূরণ ও জমা করার নিয়মাবলী

আবেদনপত্র পূরণের নিয়মাবলী

নিম্নোক্ত নির্দেশাবলী অনুযায়ী সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে  |পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার পর তথ্য পরিবর্তন অনুরোধ কোনও অবস্থাতেই গ্রাহ্য করা হবে না |ভুল তথ্য দেওয়ার জন্য ভর্তির সময় কোন প্রার্থী প্রত্যাখাত হলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না |

 ১)আবেদনপত্র পূরণের সময়, প্রার্থীকে নিজের নাম সহ সমস্ত তথ্য সঠিক লিখতে হবে| অন্যথায় পরবর্তীকালে তথ্যাদি যাচাই করার সময় প্রার্থীকে সমস্যায় পড়তে হতে পারে|

২)আবেদনকারীর নিজের Recent Passport Size Photograph স্ক্যান করে আপলোড করতে হবে(Max.Size-100Kb; .img Format only)

৩)আবেদনকারীর নিজের Signature স্ক্যান করে আপলোড করতে হবে(Max.Size-50Kb; .img Format only)

8)ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকলে আবেদনপত্র বাতিল করা হবে|


আবেদনপত্র জমা করার পদ্ধতি:

 সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী জমা দেওয়ার শেষ তারিখ এর মধ্যে ফিলাপ করে আবেদনকারীকে Acknowledgement slip সংগ্রহ করে নিজের কাছে রাখতে হবে|

আবেদনপত্রে দেওয়া তথ্যাদি প্রতিটি পর্যায়ে পরীক্ষার পর যদি ভুল প্রমাণিত হয়,পরীক্ষায় প্রার্থী সফল হয়ে মেধাতালিকায় স্থান পেলেও তার প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে|

অ্যাডমিট কার্ড

বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া তারিখ থেকে TAT 2021 এর আবেদনকারীরা অ্যাডমিট কার্ড  সরাসরি এই লিঙ্ক থেকে https://www.techniqueedu.in/entrance_admissions/admitDownload ডাউনলোড করতে পারবে| কেবলমাত্র এই লিঙ্ক থেকে নেওয়া অ্যাডমিট কার্ডের  Printed Copy TAT 2021 পরীক্ষার বৈধ অ্যাডমিট কার্ড বলে গণ্য হবে|

TAT 2021 পরীক্ষার মেধা তালিকা,র‍্যাঙ্ক কার্ড ও কাউন্সেলিং পদ্ধতি

TAT 2021 পরীক্ষার মেধা তালিকা,র‍্যাঙ্ক কার্ড:

পরীক্ষা হওয়ার 7 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশিত হবে আমাদের  ওয়েবসাইট (www.technioqueedu.com)  এর নির্দিষ্ট লিংকে |

কোন পরীক্ষার্থীকেই আলাদাভাবে পরীক্ষার ফল জানানো হবে না|সেইদিনে প্রার্থীরা নির্দিষ্ট লিংকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে|


কাউন্সেলিং পদ্ধতি :

 মেধা তালিকা অনুযায়ী নির্দিষ্ট দিনে র‍্যাঙ্ক কার্ড সাথে নিয়ে কাউন্সেলিংএ উপস্থিত থাকতে হবে| 

TAT 2021 পরীক্ষার নিয়ম বিধি

এই পরীক্ষা ১) গণিত এবং  ২)পদার্থবিদ্যা ও রসায়নের উপর MCQ (Multiple Choice Question)ভিত্তিক হবে| OMR Sheet MCQ এর উত্তর দিতে হবে|

OMR Sheet –এ উত্তরদানের সঠিক পদ্ধতি চিত্রসহ নিচে দেখানো হলো| উত্তরদানের ভুল পদ্ধতিগুলি ও পাশে চিত্রিত হলো| একটি প্রশ্নের উত্তর একাধিক বৃত্তে কালি দিয়ে পূরণ করা হলে তা ভুল উত্তর বলে বিবেচিত হবে|

        সঠিক পদ্ধতি                                              ভুল পদ্ধতি


 

TAT Exam Date (Tentative)

Subject

Full Marks

Time

24.07.2021

    Mathematics

    50

11:00AM -1:00PM

Physical Science

50

 

যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার্থী নির্দিষ্ট দিন এবং সময়ে পরীক্ষায় বসতে না পারলে আর কোনও পরবর্তী দিনে পরীক্ষা নেওয়া হবে না|

১) পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে|

২) পরীক্ষার্থীকে অবশ্যই মুল ওয়েবসাইট থেকে Print নেওয়া TAT 201 অ্যাডমিট কার্ড, Acknowledgement Slip এবং কালো/নীল বল পয়েন্ট পেন সঙ্গে আনতে হবে|

৩) পরীক্ষা পরিদর্শক যখনই চাইবেন তাকে অবশ্যই অ্যাডমিট কার্ড দেখাতে হবে| TAT2021 কর্তৃক ইস্যু করা অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীর কাছে না থাকলে তাকে কোনও  অবস্থাতেই পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবেনা|

৪) পরীক্ষার হলে পরীক্ষার্থীকে গ্রাফ পেপার,লগটেবিল, ক্যালকুলেট্‌ সেলফোন বা অন্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে দেওয়া হবে না|

৫)উত্তরপত্রে রাফ-ওয়ার্ক বা যেকোনো ধরনের লেখা নিষিদ্ধ|রাফ-ওয়ার্কের জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যেতে পারে|

৬) পরীক্ষক কিংবা পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ এর বিশেষ অনুমতি ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকেই সিট  ছাড়া অথবা পরীক্ষা হল থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবেনা| পরীক্ষার্থীকে পরীক্ষা হল ছাড়া আগে অবশ্যই পরীক্ষকের হাতে উত্তর পত্র জমা দিতে হবে| পরীক্ষার্থী উত্তর পত্র/প্রশ্ন পত্র পরীক্ষা হলের বাইরে নিয়ে গেলে তার প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে|

I have read and agreed all the terms and conditions stated above.